জলবায়ু পরিবর্তনসহ মানুষের নানা কর্মকাণ্ডের কারণে আমাদের পরিচিত ফুলগাছের মধ্যে ৪৫ শতাংশ বিলুপ্তির হুমকিতে রয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, বর্তমানে বিভিন্ন প্রজাতির অর্কিড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ফসলের প্রজাতি বিলুপ্তির হুমকিতে রয়েছে। বাংলাদেশেও বৃক্ষসহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে আছে। পুরোনো গাছকে অনেক দেশে স্মারকবৃক্ষ হিসেবে সংরক্ষণ করার চল রয়েছে। বাংলাদেশে স্মারকবৃক্ষ করার নজির নেই। বাংলাদেশের একটি গাছকে স্মারকবৃক্ষ করার প্রস্তাব দিয়েছেন বন, জলবায়ু, পরিবেশ ও পানিসম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল প্রাঙ্গণের ৭৩ বছর বয়সী একটি কড়ই গাছকে স্মারকবৃক্ষ বা মেমোরিয়াল করার প্রস্তাব দেন তিনি। আজ শনিবার ভিকারুননিসা নূন স্কুলে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড-২০২৪ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ প্রস্তাব দেন।