আজ বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ নভেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪

 মহসিন রনি

২০২৪-১১-১৬   ১৯:৫১

প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে চাঁদা আদায়, গ্রেপ্তার ৪ ছবি
ডেস্কঃঅহিংস গণঅভ্যুথান বাংলাদেশের উদ্যোগে ‘লুণ্ঠিত উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেব’ স্লোগান প্রচার করে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঋণ নিতে আগ্রহীদের আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে হবে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রতারকরা নিয়েছে তিনশত থেকে চারশত টাকা। ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির  টিকেট স্বরুপ টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে তিন লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ।

এই সুদমুক্ত ঋণ প্রদানে জড়িত গাজীপুর জেলার ওঝারপাড় এলাকার আব্দুল মতিন ব্যাপারীর ছেলে শহিদুল ইসলাম ওরফে মধু (৫৫)। তার দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত আরো চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে গাছা থানা পুলিশ।


গ্রেপ্তাররা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুকিবাজিত এলাকার আব্দুল হালিমের ছেলে জাফর (৪০), জামালপুরের মেলান্দহ থানার কুলিয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে আলাল (৪৫), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাপখালির মৃত কুরবান আলীর ছেলে রমজান (৪০)। গ্রেপ্তাররা নগরীর গাছা থানার বিভিন্ন এলাকায় বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। 


শুক্রবার সন্ধ্যায় শরীফপুর আশরাফ মার্কেট এলাকায় স্থানীয়রা আটক করে। পরবর্তীতে গাছা থানায় সংবাদ দিলে পুলিশ তল্লাশী করে টাকা গ্রহণের নামের তালিকা ও কয়েকটি টিকিট বই জব্দসহ তাদের আটক করে রাত দশটার দিকে হেফাজতে নেয়। পরে রাত একটার দিকে ভুক্তভোগী মন্টু মিয়ার অভিযোগ গ্রহণ করে শনিবার দুপুরের পর মামলা দিয়ে আদালতে সোপর্দ করেন।

গ্রেপ্তার মধু বলেন, টাকার বিপরীতে লোন ও সম্মেলনে উপস্থিতির জন্য টিকেট দিয়েছেন। ওই টিকেট নিয়ে নির্দিষ্ট বাসযোগে ঢাকার সম্মেলনে যাবেন ঋণ প্রত্যাশীরা। সেখানে সম্মেলনের লগোযুক্ত একটি করে টি-শার্ট দেয়া হবে। একই সময় ঋণ প্রত্যাশীদের চূড়ান্ত তালিকা করা হবে। জনপ্রতি পেয়ে যাবেন ৩ লাখ থেকে কোটি টাকা ঋণ। মাসিক তিন হাজার টাকা হারে কিস্তির মাধ্যমে পরিশোধের সুযোগ পাবেন প্রত্যেক ঋণ গ্রহিতা। কতজনকে দেওয়া হবে ঋণ সে ব্যাপারে মধু বলেন, গাজীপুর থেকে এক হাজার লোককে দেওয়া হবে এই টাকা। এরমধ্যে ৮৫০ জন হয়ে গেছে আর ১৫০জন বাকি আছে।

ওই এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী মন্টু, গেসু মিয়া, কাজল, রতন, মতি-সহ অর্ধ্ব-শতাধিক ভুক্তভোগী বলেন ৩০০টাকার বিপরীতে কিছু দেয়নি। ৪শ টাকার বিনিময়ে যারা ঢাকায় গিয়ে সম্মেলনে যোগ দিয়ে উপস্থিতি জানান দিবে তাদের দেয়া হয়েছে বাসের টিকেট, সম্মেলনে গেলে পাবেন একটি করে টি-শার্ট ও ঋণের নিশ্চয়তা। 


ভুক্তভোগীরা গণমাধ্যমকে আরও জানান প্রায় ১৫দিন ধরে এসব টাকা তুলে তার বাড়ির অসমাপ্ত কাজ করছে মধু, ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ এ প্রতারক ও তার সাথে জড়িতদের বিচার চান।

অপর দিকে এ বিষয়ে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আ-ব-ম মোস্তফা আমীনের মোবাইলে কল করলে তিনি জানান, টাকা তোলার বিষয়টি আমার জানা নেই তাদের আইনের হাতে সোপর্দ করার কথাও বলেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি মোহাম্মদ রাশেদ জানান, অভিযোগ পেয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।