মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০১:২১ অপরাহ্ন

নোটিশ :
সিলেট বিভাগসহ দেশের প্রতিটি জেলা ও উপজেলা সদরে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। আগ্রহীরা আমাদের পত্রিকার ইমেইল ঠিকানায় পূর্নাঙ্গ জীবন বৃত্তান্ত প্রেরণের আহবান জানানো যাচ্ছে। এছাড়া প্রবাসের বিভিন্ন দেশে আমরা প্রতিনিধি নিয়োগ দিচ্ছি।
শিরোনাম :
ব্যারিস্টার সুমন গ্রেফতার দৈনিক জাগ্রত সিলেট পত্রিকার সম্পাদক অসুস্থ, দোয়া কামনা সিলেটের আ.লীগ নেতারা বিদেশে, সংসার চলছেনা আত্নগোপনে থাকা কর্মীদের শব্দ সন্ত্রাসে অতিষ্ঠ নগরবাসী সাংবাদিক মো: আজমল আলীর মাতৃবিয়োগ, জাগ্রত সিলেট পরিবারে শোকপ্রকাশ সাবেক প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ গ্রেফতার চালু হলো ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’ সুনামগঞ্জের মামলায় ঢাকা থেকে দুজনকে ধরলো র‌্যাব সিলেট আলিয়া মা‌দরাসা মাঠে হামাস প্রধানের গায়েবানা জানাজা জকিগঞ্জের কেছরী গ্রামের সর্বদলীয় নেতৃবৃন্দের মধ্যে ঐক্যর সুর সমালোচনার জবাবে মুখ খুললেন নুসরাত ফারিয়া সংকটে পাকিস্তানের গাধা ব্যবসায়ীরা সাকিব ইস্যুতে মিরপুরে আবার হট্টগোল টিসিবির জন্য ৫৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার সিলেটের কুলাউড়ার ৭০ শিক্ষকের ৪৩ লাখ টাকা বেতন-ভাতা আটকে আছে সিলেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক সিলেটে দুই কোটি টাকার দেশি-বিদেশী পণ্য জব্দ চাকরির সন্ধানে এসে মায়ানমারের নাগরিক আটক ভারতে অনুপ্রবেশকালে ৫ নারীসহ ৬ জন আটক কুলাউড়ায় ৭ পলাতক আসামি আটক গোয়াইনঘাটে বাড়ির পাশে মিলল কিশোরের ঝুলন্ত লা শ সিলেট আদালতে দুই পিপি’র রুমে আইনজীবীদের তালা কানাইঘাট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু পরিচয় থেকে পরিণয় অত:পর দ্বিতীয় বিয়ের জেরে চির বিদায়! সিলেটে চিকিৎসা নিতে আসা ব্যক্তির মৃত্যু ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১২১ হয়রানিমূলক মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা স্বামীকে ‘খু ন’ করে খাটের নিচে লা শ লুকিয়ে রাখলেন স্ত্রী! সিলেটে হাওরে মরদেহের সন্ধান;উদ্ধার করলো পুলিশ টাক মাথা পুরুষের ব্যক্তিত্বে পরিবর্তন আনে
এইচএসসি পরিক্ষার ফলাফলে শীর্ষে সিলেট

এইচএসসি পরিক্ষার ফলাফলে শীর্ষে সিলেট

জাগ্রত সিলেট প্রতিবেদনঃ সারাদেশের ন্যয় সিলেটে আজ সোমবার (১৫ অক্টোবর) প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিক্ষার (এইচএসসি) ফলাফল যেখানে অন্যান্য শিক্ষা বোর্ড গুলোর তুলনায় এগিয়ে রয়েছে সিলেট ।বোর্ডটিতে এবার পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। এবার বোর্ডের অধীনে ৮৩ হাজার ১৬৫ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৭১ হাজার ১২ জন। আর জিপিএ ৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২ হাজার ৮৬৯ এবং মেয়ে ৩ হাজার ৮২৯ জন।

পরিক্ষায় ছেলেরা ৩৩ হাজার ৮১১ জন অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৩৫১ জন এবং মেয়েরা ৪৯ হাজার ৩৫৪ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪২ হাজার ৬৬১জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসার ম. জাকির আহমদ।

এসময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব চৌধুরী মামুন আকবর, কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজেজ্ম হোসেন, স্কুল পরিদর্শক মঈনুল ইসলাম, সিস্টেম এনালিস্টট সরকার ম আতিকুর রহমান, উপ পরিক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাসিত ও শরীফ আহমদ, সহকারি পরিক্ষা নিয়ন্ত্রক দ্যিপেশ রঞ্জন দাস ও ফারুক আহমদ, হিসাব রক্ষণ কর্মকর্তা নিহার কান্তি রায় এবং সহকারি বিদ্যালয় পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম।

বোর্ডের তথ্য মতে, এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ, মানবিকে পাসের হার ৮৫ দশমিক ৯৭ এবং ব্যবসায় সর্বনিম্ন ৭০ দশমিক ১৩ শতাংশ।

বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৫৮৩ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৭১৬ জন, মানবিকে সর্বাধিক ৫৬ হাজার ২০৭ জন পরিক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৪৮ হাজার ৩১৯ জন এবং ব্যবসা শিক্ষায় ১১ হাজার ৩৭৫ জন অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৯৭৭ জন।

এ বছর বিজ্ঞানি বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৩২৩ জন। এরমধ্যে ছেলে ২ হাজার ৪৪২ জন এবং মেয়ে ২ হাজার ৮৮১ জন। মানবিক বিভাগে ১ হাজার ১২ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ২৯২ এবং মেয়ে ৭২০ জন এবং ব্যবসায় ৩৬৩ জনের মধ্যে ছেলে ১৩৫ এবং মেয়ে ২২৮ জন।বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল বলেন, এবার শতভাগ পাস করেছে ৮টি কলেজ। শতভাগ ফেল এমন কলেজ বোর্ডে নেই। এবার ফলাফলে সিলেট বোর্ডে এগিয়ে যাওয়ার কারণ হিসেবে আইসিটিতে ভাল ফলাফলের বিষয়টি তুলে ধরেন তিনি।

তিনি বলেন, তথ্য ও যোগাযোগ প্রুযুক্তি বিষয়ে ৯৪.১৪ পাসের হার। যা শতকরা পাসের হারকে টেনে তুলেছে। তবে বোর্ডের ফলাফল আরো ভাল হতো যদি ব্যবসায় ফলাফল ভাল হতো। বানিজ্য পাসের হার কম ৭০.০৩ শতাংশ। পাসের হার কম হওয়াতে শতভাগ সাফল্যে অন্তরায় হয়েছে। অবশ্য ব্যবসায় একাউন্টিংয়ের পরিক্ষা কঠিন হওয়াতে পাসের সূচকে টানে ধরেছে।

তিনি আরও বলেন, এসএসসিতে যে সকল বিষয়ে পরিক্ষা হয় নাই, সে সকল বিষয়ে এসএসসিতে শতভাগ (অটোপাস) নেওয়া হয়েছে। এবার বিষয় মূল্যায়ন করা হয়েছে পুরোপরি অটোপাস নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017
Design BY Web Nest BD
ThemesBazar-Jowfhowo