জাগ্রত সিলেট ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার লালাবাজার ইউনিয়নের ইলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপুর ১২টায় দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মিজান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত গোস্বামী’র সঞ্চালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বদরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুয়াজিদুল হক তুহিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য লায়েক আহমদ জিকো, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহিদ হোসেন, লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিক আলী ও লালাবাজার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হেলাল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহীন শাহ্, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাহাবুদ্দিন, উজ্জল তালুকদার, আলমগীর হেসেন, জামাল আহমদ, আব্দুল মালেক, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগ নেতা সুহেল আহমদ, লালাবাজার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক রুহেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী হুসেন, মঈন উদ্দিন,আব্দুল মালেক,কয়েছ আহমদ, নুনু মিয়া, ছাত্রলীগ নেতা আমিনুল, গৌরব প্রমুখ।
Leave a Reply