গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলায় পানিবন্দি হাওর এলাকার ৫০০টি বন্যার্ত পরিবারে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত জরুরি সরকারি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়েছে। বন্যার্ত পানিবন্দি মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদানের অংশ হিসেবে এই সমন্বিত সরকারি জরুরি সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া হাওর এবং নন্দীরগাঁও এলাকার চলিতাবাড়ি, শিয়ালাহাওর ও জলুরমুখ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার সমন্বিত জরুরি সরকারি সেবা কার্যক্রমের টিমগুলোকে সমন্বয় করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।
উপজেলা প্রশাসন গোয়াইনঘাটের উদ্যোগে দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল হাওর এলাকার জনগণের পানিবাহিত রোগ প্রতিরোধে ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে বন্যার্তদের ফ্রি মেডিকেল ক্যাম্প (চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ঔষধ প্রদান, খাবার স্যালাইন বিতরণ)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহার নেতৃত্বে পরিচালিত হয় মেডিকেল ক্যাম্পটি। চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মীরাও এ সময় সঙ্গে ছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহ সেবা প্রদান করা হয়েছে। বিতরণ করা হয়েছে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১০০টি বিশুদ্ধ পানিসহ জেরিকেন (১০ লিটার ধারণ ক্ষমতার), পানি বিশুদ্ধকরণ কিট ৪০ টি (প্রতি ১০ পরিবার ১টি কিট ব্যবহার করতে পারবে)।
অপর দিকে গোয়াইনঘাট থানার উদ্যোগে ৪০০ জনের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে। থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে রান্না করা খাবার বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া গবাদিপশুর বন্যাকালীন বিশেষ স্বাস্থ্য সেবা পরিচর্যা করে ভেটেরিনারি সার্জন ডা. সাবের ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. জামাল খানের টিম। এসময় ৪০টি পরিবারকে গবাদিপশুর গো-খাদ্য, জরুরি ঔষধ ও ভিটামিন প্রদান করা হয়েছে। বন্যাকালীন কৃষি ও কৃষকের সুরক্ষা সেবা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার। এসময় শাক-সবজির বীজ এবং বন্যাকালীন সময়ে ধান সংরক্ষণ পদ্ধতি সম্পর্কিত পরামর্শ প্রদান করে উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির কৃষি টিম।
একই সাথে বন্যাদুর্গত এলাকার বয়স্ক ও প্রতিবন্ধীদের সামাজিক সুরক্ষা সহায়তা প্রদানের জন্য তথ্য সংগ্রহ করেন উপজেলা সমাজসেবা অফিসার আবু কাওসার।
সরকারি সংস্থাগুলোর পাশাপাশি এনজিও সংস্থাগুলোও এতে অংশ নেয়। ওয়ার্ল্ড ভিশন এর পক্ষ থেকে ১০ হাজার পানি বিশুদ্ধকরণ পাউডারের প্যাকেট বন্যাদুর্গত ৫০০ পরিবারকে প্রদান করা হয়।
এ সমন্বিত সেবা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, সমাজসেবা কর্মকর্তা আবু কাওছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগকালীন সময়ে সমন্বিত জরুরি সেবা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply