জকিগঞ্জ প্রতিনিধি ::জকিগঞ্জে ছেলে হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তিনি বারঠাকুরী ইউপির আমলশীদ গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গত ৮ জুন সন্ধ্যায় নামাজ থেকে বাড়ি ফেরার পথে জাকির হোসেনের ছেলে জুবের আহমদকে (২২) আমলশীদ গ্রামের দিঘিরপার জামে মসজিদের পাশে কুপিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুবের আহমদ খুনের ঘটনায় সন্দিগ্ধ আসামি তার আপন চাচাতো ভাই দেলোয়ার হোসেনকে (২৫) আটক করে। আটক দেলোয়ার আহমদ মনির হোসেন মুন্নার ছেলে।
পরে নিহত জুবের আহমদের মা মিনা বেগম (৩৯) বাদী হয়ে দেলোয়ার হোসেনকে একক আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দেলোয়ারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। আদালতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন দেলোয়ার হোসেন। তিনি পুলিশকে জানান, নিহত জুবের আহমদের পিতা জাকির হোসেনও এ হত্যাকাণ্ডে জড়িত।
পুলিশ জানিয়েছে, হত্যায় জড়িত সন্দেহে দেলোয়ারকে আটকের পরপরই তিনি পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানান জুবের হত্যায় তার পিতা জাকির হোসেনও জড়িত রয়েছেন। তখন পুলিশ বিষয়টি আমলে না নিলেও পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে একইভাবে এ ঘটনায় নিহত জুবের আহমদের পিতা জাকির হোসেন জড়িত থাকার কথা জানান দেলোয়ার। পরে তদন্তকারী কর্মকর্তার নিহত জুবের আহমদের পিতা জাকির হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণে নিহত জুবের আহমদের পিতা জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, গ্রেপ্তারকৃত আসামি দেলোয়ার হোসেন স্বীকারোক্তি দিয়ে এ ঘটনায় নিহত জুবের আহমদের বাবা জাকির হোসেন জড়িত রয়েছেন মর্মে জানান। পরে মামলা তদন্তে জাকির হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এ কারণে নিহত জুবেরের বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত জাকির হোসেন পুলিশের কাছে ঘটনায় জড়িত থাকার বিষয়ে কিছুটা স্বীকারোক্তি দিয়েছেন। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে পাওয়া গেলে মূল রহস্য জানা যাবে।
Leave a Reply