নিজস্ব প্রতিবেদক :: সিলেট মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে ছয়জন নারী-পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পুলিশের দাবি, অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকায় শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে লালদিঘির পাড়স্থ নীলাদ্রি রেস্ট হাউজ থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দেলোয়ার হোসেন (২৮), মনির হোসেন (৩৮), ইমরান মোল্লা (২৬), অপু দাস (২৫), পপি আক্তার (২০) ও রিয়া বেগম (২৭)
সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় এজাহার দায়েরের পর এসএমপির কোতোয়ালী থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন (২০১২) আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply