শাল্লা প্রতিনিধি :: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৪ বছরের শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে। অভিযুক্ত তোফাজ্জল হোসেন (২৫) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা আসামিকে ধরতে অভিযান পরিচালনা করছি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ওই শিশুকে খেলায় পেয়ে তোফাজ্জল খাবার দেবেন বলে ডেকে নেন। পরে একটি ঘরে দরজা-জানালা বন্ধ করে মুখে হাত দিয়ে চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। ওই সময় শিশুর মা শিশুটিকে খোঁজাখুঁজি শুরু করলে সাথে থাকা অন্যান্য শিশুরা জানায় সে একটি ঘরের ভেতরে শুয়ে আছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এরপর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত তোফাজ্জল হোসেনের বাবা আব্দুর রহমান বলেন, আমি তাদের হাতে-পায়ে ধরেও চেষ্টা করেছিলাম বিষয়টা ঘরোয়াভাবে বসে মীমাংসা করার জন্য। কিন্তু তারা কোনোভাবেই মীমাংসায় সম্মতি হননি।
ভিকটিম শিশুর চাচা বলে, শিশুর সাথে যে এমন ঘটনা ঘটিয়েছে আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। তবে দুঃখের বিষয়, স্থানীয় কিছু প্রভাবশালী লোক বিষয়টি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা করছে।
স্থানীয় ইউপি সদস্য রাসেল মিয়া জানান, ভিকটিম ও অভিযুক্ত পরস্পরের চাচাতো ভাই-বোন। এ ঘটনা রফাদফা করতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু আমি শুনি নাই। এখন থানায় মামলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক বলেন, শিশুটিকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যেহেতু আমাদের এখানে পরীক্ষা-নিরীক্ষা হয় না, তাই উন্নত চিকিৎসা ও পরীক্ষার জন্য শিশুটিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি।
Leave a Reply