গোয়াইনঘাট প্রতিনিধি :: আকস্মিক বন্যায় গত ২৯ মে থেকে প্লাবিত গোয়াইনঘাট উপজেলা। কয়েকদিন ধরে উপজেলার ৭০ ভাগের বেশি এলাকা ছিল জলমগ্ন। তলিয়ে গেছে উপজেলার ২১৪টি গ্রামের কাঁচা-পাকা রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্ট। পাহাড়ি ঢলের তোড়ে প্লাবিত অঞ্চলের প্রায় ৩১২ কিলোমিটার গ্রামীণ রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। বন্যায় ফসলহানি, ঘরবাড়ি নষ্ট হওয়া, জানমালের পর যোগাযোগ ব্যবস্থার এই দুর্ভোগ সামলাতে হিমশিম খাচ্ছেন গোয়াইনঘাটের মানুষ। আর সব মিলিয়ে ক্ষতির পরিমাণ শতকোটি টাকা ছাড়িয়ে যাবে।
কোথাও পাকা রাস্তা দেবে গেছে, কোথাও বা রাস্তা থেকে পিচ উঠে গেছে। আবার অনেক জায়গায় সড়কের অর্ধেকই ভাঙনে বিলীন হয়ে গেছে। এ ছাড়া খানাখন্দ তৈরি হয়ে বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত সড়কে অস্থায়ীভাবে বাঁশ, কাঠ ও বালুর বস্তা দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোয়াইনঘাটের ১৩টি ইউনিয়নের কাঁচা-পাকা মিলিয়ে প্রায় ৩১২ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে কাঁচা ২২৪ কিলোমিটার ও পাকা রাস্তা প্রায় ৮৮ কিলোমিটার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, মধ্য জাফলং ও গোয়াইনঘাট সদর ইউনিয়নের রাস্তাঘাট।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এলজিইডির উপজেলা প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এবং পিআইওকে অনতিবিলম্বে নদী ও খালের পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ স্থানের বাঁধ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও ব্রিজ মেরামত ও সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পেলে ভেঙে যাওয়া সড়ক ও অন্যান্য অবকাঠামো সংস্কার করা হবে।
এদিকে নদনদীর পানি অত্যন্ত ধীরগতিতে কমছে, ফলে হাওরেও পানির উচ্চতা কমছে না। ফলে জেলার ৭ উপজেলায় পানিবন্দি ও বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের ফেরার প্রতীক্ষা দীর্ঘায়িত হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা : সাম্প্রতিক অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা মোকাবেলায় সিলেটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে সভায় সিলেট জেলার সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যা বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক বলেন, সিলেট অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে বন্যার আশংকা রয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, সিলেট সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যানরা সভায় জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
Leave a Reply