কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা-বাগানে নিজ বাড়ির পিলার স্থাপন করতে গিয়ে মাটি খোঁড়ার সময় মর্টার শেল পান এক ব্যক্তি। এর ৯ দিন পর বুধবার দুপুরে সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে ও উপ-পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে দুপুরে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।
জানা যায়, দলই চা-বাগানের বাসিন্দা সাত্তার মিয়ার বাড়ির পিলার স্থাপন করতে গিয়ে মাটি খোঁড়ার সময় মর্টার শেল পেয়ে বিষয়টি স্থানীয় দলই বিজিবি ক্যাম্পে অবহিত করা হয়। বিজিবির পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় ৯ দিন পর অরক্ষিত মর্টার শেলটি ঘটনার ৯ দিন পর নিরাপদ স্থানে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে উপ-পরিদর্শক জিয়াউল ইসলামের উপস্থিতিতে শেলটি নিষ্ক্রিয় করা হয়।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময়ের ট্যাঙ্ক ধংসকারী একটি মর্টার শেল। সে সময় এটি বিস্ফোরিত হয়নি। শেলটি পাওয়ার পর সিলেট ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রবিউল ইসলামের নেতৃত্বে নিরাপদ স্থানে বিস্ফোরণ ঘটিয়ে এটি নিষ্ক্রিয় করা হয়েছে। এসময় নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply