জাগ্রত সিলেট ডেস্ক :: যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন ওসমানীনগরের সেলিম চৌধুরী। গত ১৬ মে সেখানে ভোটগ্রহণ হয়। সেলিম চৌধুরী ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপির নগরীকাপন গ্রামের বিশিষ্টি শিক্ষানুরাগী ও মরহুম আব্দুল মতিন চৌধুরীর বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে সপরিবারে বসবাস করছেন। সেলিম চৌধুরী একাধিকবার স্থানীয় কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
তিনি যুক্তরাজ্যের একজন খ্যাতনামা ব্যবসায়ী। তিনি ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের সভাপতি, এনআরবি ব্যাংকের পরিচালক এবং সেলিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
সেলিম চৌধুরী যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র নির্বাচিত হওয়ায় প্রবাসে বাঙালি কমিউনিটি বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসকারী সিলেটিদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
Leave a Reply