জাগ্রত সিলেট ডেস্ক :: গত মঙ্গলবার সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু। তার দাবি, ব্যারিস্টার সুমন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্যদের ভাতা, বরাদ্দ জানিয়ে দিচ্ছেন। যার মাধ্যমে অন্য সংসদ সদস্যদের সম্পর্কে ভুল বার্তা যাচ্ছে জনগণের কাছে।
ব্যারিস্টার সুমনের বিভিন্ন স্ট্যাটাসের বিষয় তুলে ধরে চুন্নু বলেছিলেন বলেন, ‘আমাদের একজন সংসদ সদস্য। নামটা বলতে চাই না। তিনি নতুন নির্বাচিত হয়েছেন। তিনি ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন তাতে আমরা সবাই ভুক্তভোগী।’
বুধবার মুজিবুল হক চুন্নুর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন।
ব্যারিস্টার সুমন বলেছেন, আমি মনে করি এটা (সংসদ সদস্যের বেতন) লুকানোর কিছু নেই, এটা বললে স্বচ্ছতা হয়। আমি জনগণের জন্য কত টাকা বরাদ্দ পেয়েছি, সেটি জানিয়েছি। আমি মনে করি এটা জানার অধিকার তাদের আছে। আমরা তো এই টাকার মালিক না, আমরা ট্রাস্টি। যেমন ব্যাংক জনগণের টাকার ট্রাস্টি, তারা মানুষের টাকা রাখে এবং সময় মতো ফেরত দেয় আমারাও তেমনি।
তিনি আরও বলেন, আমি তো কোনো কথা মিথ্যা বলিনি। আমি তো চুরি করবো না, তাহলে লুকাবো কেন?
Leave a Reply