সুনামগঞ্জ প্রতিনিধি :: আগামীকাল বুধবার সুনামগঞ্জের দিরাই-শাল্লা উপজেলা পরিষদ নির্বাচন। প্রয়াত রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকার এই দুই উপজেলার ভোটের উত্তাপ ছড়িয়েছে আশপাশের উপজেলায়ও। শেষ সময়ের প্রচারে ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরাও। ভোটারদের কাছে টানতে ছুটে গেছেন পাড়া-মহল্লা, হাট-বাজার, হাওর ও ধানের খলায়। এলাকার সড়ক, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চেয়েছেন তারা।
ভোটের ক্ষণ ঘনিয়ে আসায় এলাকার চায়ের দোকান থেকে শুরু করে প্রার্থীদের নির্বাচনী কার্যালয়েও চলেছে ভোটের হিসাব-নিকাশ। কোন প্রার্থী কোন অঞ্চলে ভালো করবেন, কোন সমাজে বেশি ভোট পাবেন– এ নিয়ে চলেছে আলোচনা।
দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। তারা হলেন– জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. আজাদুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী রিপা সিনহা ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাপ মিয়া।
দিরাই উপজেলায় ভোটার রয়েছেন ১ লাখ ৯৭ হাজার ২২৫ জন। এর মধ্যে নারী ভোটার ৯৭ হাজার ৩৫৪ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৯৯ হাজার ৮৭০ জন। উপজেলার ৫১০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
দিরাই পৌর এলাকার একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বললেন, শেষ মুহূর্তে নানা হিসাব-নিকাশ মেলাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। দলীয় প্রতীক বা সমর্থনে প্রার্থী না হওয়ায় শেষ সময়ে অঞ্চল, সমাজ এবং সম্প্রদায়ভিত্তিক প্রচারণারও চেষ্টা করেছেন কোনো কোনো প্রার্থী। ভোটযুদ্ধে এই উপজেলায় তিন প্রার্থী এগিয়ে রয়েছেন। তারা হলেন– প্রদীপ রায়, রঞ্জন রায় ও গোলাপ মিয়া।
স্থানীয় রাজনৈতিক কর্মীরা বলেন, গোলাপ মিয়ার পক্ষে তাঁর নিজের এলাকার বাসিন্দারা (শ্যামারচর) একাট্টা হয়েছেন। পুরো উপজেলা চষে বেড়িয়েছেন তাঁর এলাকার কর্মীরা।
সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রদীপ রায়ের পক্ষে জয়া সেনের অনুসারীরা সক্রিয় রয়েছেন। ভাই পৌর মেয়র বিশ্বজিত রায়ও শক্তি জুগিয়ে চলেছেন প্রদীপকে। অপরদিকে রঞ্জন রায়ের পক্ষে নেমেছেন এমপি জয়াবিরোধী আওয়ামী লীগের কর্মীরা। তাঁর সঙ্গে একটি বিশেষ সমাজের ভোটাররাও সক্রিয় রয়েছেন।
দিরাই প্রেসক্লাবের সভাপতি শামছুল ইসলাম খেজুর বলেন, নির্বাচন এখন পর্যন্ত ত্রিমুখী। প্রদীপ রায়, রঞ্জন রায় ও গোলাপ মিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। তবে শেষ মুহূর্তে সেটি দ্বিমুখী হয়ে যেতে পারে এমনটি বলছেন কেউ কেউ। ভোটের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারে এগিয়ে রয়েছেন দুই প্রার্থী। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনী মোহন দাস ও উপজেলা বিএনপির সভাপতি (বহিষ্কৃত) সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার।
রাজনৈতিক পরিচয়ে ভোট না হওয়ায় শাল্লায় ভোটযুদ্ধে সম্প্রদায় এবং আঞ্চলিকতা ইস্যুও জয়-পরাজয়ে নিয়ামক হয়ে উঠতে পারে।
উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু বলেন, দলীয় পরিচয়ের ভোট ছাড়াও এখানে আঞ্চলিকতা এবং সম্প্রদায় ইস্যুও ভোটে প্রভাব ফেলবে।
নাম না প্রকাশের শর্তে উপজেলার একজন বিশিষ্ট রাজনীতিবিদ বলেন, উপজেলার চার ইউনিয়নের মধ্যে বাহারায় অবনী এবং হবিবপুরে গণেন্দ্রর পাল্লা ভারি। আটগাঁওয়ে অবনী ও গণেন্দ্র সমানে সমান। শাল্লা ইউনিয়ন পরিষদে অবনী, গণেন্দ্র ও আরেক প্রার্থী দীপু রঞ্জন দাসের ভোটও আছে।
এদিকে উপজেলার কিছু কেন্দ্রে ভোট কারচুপির আশঙ্কা করে আগেভাগে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিত দিয়েছেন অবনী মোহন দাস। ভোটের মাঠে শেষ মুহূর্তেও প্রচারণায় ছিলেন অন্য প্রার্থী এস এম শামীমও।
শাল্লা উপজেলায় ভোটার সংখ্যা ৯১ হাজার ৩৬৮ জন। এর মধ্যে পুরুষ ৪৫ হাজার ৯৫৬ জন এবং নারী ৪৫ হাজার ৪১২ জন। উপজেলার ৪ ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ৩৭টি।
Leave a Reply