মাধবপুর প্রতিনিধি :: তীব্র তাপদাহে পাঁচটি সবুজ চা-বাগান পুড়ে লালচে বর্ণ ধারণ করছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। এর আগে এতটা খরার মুখে পড়েনি এখানকার চা-বাগানগুলো। প্রচণ্ড গরমের কারণে পাঁচটি চা-বাগানে উৎপাদন গিয়ে ঠেকেছে তলানিতে। ফলে এ বছর লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন বাগান মালিকরা।
এপ্রিল-মে মাসে চা বাগানে নারী শ্রমিকরা সারাদিন চা পাতা সংগ্রহ করেন। সম্প্রতি বাগানগুলোতে সারাদিন কাজ করে একজন শ্রমিক ১৫ থেকে ২০ কেজি চা পাতা সংগ্রহ করছেন। খরা না থাকলে একেকজন শ্রমিক ২০ কেজির বেশি পাতা সংগ্রহ করতে পারেন। তাছাড়া এখন যে পাতা সংগ্রহ করা হচ্ছে, তার মানও তেমন ভালো নয়। কারণ খরা বেশি থাকায় চা গাছে নতুন কুঁড়ি ও পাতা গজাচ্ছে না।
মাধবপুর উপজেলার পাঁচটি চা-বাগান হলো– নোয়াপাড়া, বৈকণ্ঠপুর, জগদীশপুর, সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগান। এসব বাগান ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরমে নারী চা শ্রমিকরা দৈনিক হাজিরা ঠিক রাখতে চা পাতা সংগ্রহ করতে প্রাণপণ চেষ্টা করছেন। তবে গত কয়েক দিনের প্রচণ্ড খরায় বাগানের মাইলের পর মাইল সবুজ চা-বাগান কালচে ও লাল বর্ণ ধারণ করেছে।
বৈকণ্ঠপুর চা-বাগানের শ্রমিক ঊর্মিলা মুণ্ডা জানান, প্রচণ্ড গরমে চা গাছের পাতা পুড়ে যাচ্ছে। তীব্র খরায় সৃষ্টি হয়েছে বন্ধ্যাত্ব। গরমে চা গাছের পাতা ও শরীর পুড়ে যাচ্ছে।
জগদীশপুর চা-বাগানের নারী চা শ্রমিক অমরি সাঁওতাল জানান, অন্যান্য বছর এ সময় প্রচুর চা পাতা মেলে। এবার পরিস্থিতি বিপরীত। বৃষ্টি না হলে বাগান আরও পুড়ে যাবে।
নোয়াপাড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক সোহাগ মোহাম্মদ জানান, উৎপাদন খরচ বৃদ্ধি এবং দর কমে যাওয়ায় চা খাতে এখন প্রতি বছর লোকসান গুনতে হয়। তবে খরার কারণে এবার চা-বাগান আরও ক্ষতির মধ্যে পড়েছে। গত বছর নোয়াপাড়া চা-বাগানের উৎপাদন ছিল ৪ লাখ ৫৯ হাজার কেজি। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত কারখানা চালু করা সম্ভব হয়নি।
জগদীশপুর চা-বাগানের ব্যবস্থাপক ফকির লিমন আহমেদ জানান, বাগানের মাটি বালু মিশ্রিত দোআঁশ মাটি হওয়ায় গরম হয়ে চা গাছ পুড়ে যাচ্ছে। এতে বাগানগুলোতে উৎপাদন অনেক হ্রাস পেয়েছে। গত বছর জগদীশপুর চা বাগানের উৎপাদন ছিল ৩ লাখ ৩৩ হাজার কেজি। এ বছর লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ কেজি। তবে দীর্ঘ তাপদাহে চা গাছ পুড়ে যাওয়ায় সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে।
সুরমা চা-বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার জানান, এ বছর সুরমা চা-বাগানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫ লাখ কেজি। গত বছর চা উৎপাদন হয় ১২ লাখ ৩০ হাজার কেজি। তবে এবার খরায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন অসম্ভব।
একই কথা জানিয়েছেন তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক দীপেন কুমার সিনহা।
Leave a Reply