মধ্যনগর প্রতিনিধি :: সুনামগঞ্জের মধ্যনগরে ভবঘুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জমশেরপুর গ্রামের সামনের গোড়াডোবা হাওর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ওই ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ১৫-১৬ দিন ধরে ঘোরাফেরা করে আসছেন। হঠাৎ করে সোমবার বিকেলের দিকে তাকে জমশেরপুর গ্রাম সংলগ্ন ঘোড়াডোবা হাওরে পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে ইউপি সদস্য সনেট তালুকদার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আমরা অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Leave a Reply