বাহুবল প্রতিনিধি :: হবিগঞ্জের বাহুবলে নাতিনের নাম রাখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নানা আব্দুস সোবহান (৭০) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুস সোবহান হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকার সুঘর গ্রামের বাসিন্দা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যার বাজার এলাকার সুঘর থেকে আব্দুস ছোবহান পরিবারের সকল সদস্যকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ছেলের শ্বশুরবাড়ি সাতগাঁও গ্রামে নাতিনের নাম রাখার জন্য রওয়ানা হন। পথিমধ্যে নতুন বাজার নামক স্থানে পৌঁছালে একটি প্রাইভেটকারের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন- এখলাছ মিয়া (২১), পিংকি আক্তার (১৮), তাওহীদ (২ মাস), ফুলমতি বেগম (৭০), ফুল মিয়া (৩৫) ও কেয়া আক্তার (৩)।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply