ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের দনারাম হাওরে পাকা বোরো ধানের চোখ জুড়ানো দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। ফেঞ্চুগঞ্জ সেতুর পশ্চিম-দক্ষিণ অংশে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ সড়কের ডাইকের বাজারের পশ্চিম দিকে এগোতে থাকলে সড়কের দু’পাশে চারদিকে শুধু ধান আর ধান। চলতি মৌসুমে দনারাম হাওরের বিপুল জমি আবাদের আওতায় এনে নীরব কৃষিবিপ্লব ঘটিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আজহারুল ইসলাম কয়েস।
কয়েসের পরিবার-পরিজন যুক্তরাজ্যের লন্ডনে ছয় দশক ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। কিন্তু কয়েস বিদেশের মোহ ত্যাগ করে কৃষিকে ভালোবেসে বাংলাদেশে নিজ বাড়ির পাশেই গড়ে তুলেছেন একটি বহুমুখী কৃষি খামার। বহু অর্থ ব্যয়ে বাড়ির সামনের দনারাম হাওরে নিজস্ব বিপুল পতিত জমি চাষাবাদের আওতায় এনেছেন।
দনারাম হাওরে ৪৫ একর নিজস্ব জমি রয়েছে কয়েসের। এর মধ্যে ২৫ একর জমিতে বোরো ধান রোপণ করে বাম্পার ফসল ফলিয়ে এলাকায় সাড়া ফেলেছেন। তবে শুধু বোরো ধান আবাদ করেই বসে নেই তিনি। ৫ দশমিক ৫ একর জমিতে ভুট্টা, ৫ একর জমিতে সরিষা ও ৫ একর জমিতে তিল আবাদ করেছেন। এ ছাড়া অবশিষ্ট জমিতে আদা ও হলুদ চাষের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি অফিসের পরামর্শে বোরো আবাদ করে ১ হাজার ২০০ মণেরও বেশি ধান ঘরে তুলেছেন এই লন্ডন প্রবাসী। এ ছাড়া প্রায় ২০০ মণ ভুট্টা ও ৫০ মণ সরিষা গোলায় তুলেছেন। এখন পাঁচ একর জমির তিল কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন। তবে শুধু দনারাম হাওরেই নয়, উপজেলা উঁচু টিলা ভূমিতেও কৃষি খামার গড়ে তুলেছেন কয়েস। মাইজগাঁও ইউনিয়নের হাঁটুভাঙ্গা-শ্রীমিস্রী এলাকায় বিশাল টিলাজুড়ে প্রায় ১০০ একর জমিতে কফি, আনারস, পেয়ারা, কমলা, মাল্টা, কাগজি লেবু, আদা লেবু, জারা লেবু, তেজপাতা, দারুচিনি, কাজুবাদাম চাষ করে এরই মধ্যে সফল হয়েছেন। তাঁর কারণে এলাকার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে।
আজহারুল ইসলাম কয়েস জানান, পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সাফল্য অবশ্যই আসবে। পতিত জমি চাষের আওতায় নিয়ে আসায় এলাকার মানুষও উদ্বুদ্ধ হচ্ছেন। এলাকার অনেকেই নিজস্ব পতিত জমি আবাদ করতে শুরু করেছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাঁকে ব্রি৮৯, বঙ্গবন্ধু ১০০-সহ উন্নত জাতের ধানের বীজ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে তাঁকে ভর্তুকি মূল্যে একটি ট্রাক্টর ও মাড়াই মেশিন দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত দেবনাথ জানান, কয়েসের দেখাদেখি অন্যরাও পতিত জমিতে আবাদ শুরু করায় ৮০ হেক্টর জায়গা নতুন করে চাষাবাদের আওতায় এসেছে। যেখানে বোরো ধানসহ ভুট্টা, সরিষা চাষ করে কৃষক সফল হয়েছেন।
Leave a Reply