হবিগঞ্জ প্রতিনিধি :: সারা দেশে তীব্র দাবদাহের মধ্যে হবিগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এতে করে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এ সময় ব্যাপক শিলাবৃষ্টি দেখা যায়। এতে ঘরবাড়িসহ পাকা ধানের ক্ষয়ক্ষতি হয়েছে।
কৃষকরা জানিয়েছেন, দু’একদিনের মধ্যে যেসব জমির ধান কাটার কথা সেসব জমির ধানের বেশি ক্ষতি হয়েছে।
রহিম মিয়া নামে এক রিকশাচালক জানান, শিলাবৃষ্টি মাথায় পড়ার কারণে অনেকে আঘাত পেয়েছেন।
মোস্তফা মিয়া নামে এক কৃষক বলেন, আমার বেশির ভাগ জমির ধান কেটে নিয়ে এসেছি, কিন্তু কয়েকটা জমির ধান কাটা বাকি ছিল। শিলাবৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেল।
হবিগঞ্জ কৃষি অধিদপ্তরের কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, হবিগঞ্জ সদর ও বাহুবলে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে। হয়তো আগামীকাল (আজ সোমবার) বিস্তারিত বলা যাবে।
এদিকে সিলেটে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিভাগের বেশিরভাগ নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী দু’একদিনের মধ্যে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে।
গত ১ মে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান স্বাক্ষরিত হাওর অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
Leave a Reply