শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানার এসআই দুর্জয় সরকার ও এএসআই নাজমুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম শ্রীমঙ্গল উপজেলার মাইজদিহি চা-বাগান এলাকা থেকে সিআর ৫০/২০২০ (শ্রীমঙ্গল) মামলায় সাজাপ্রাপ্ত আসামি সজ্জাত মিয়া ও তাজু মিয়াকে গ্রেপ্তার করে।
শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, বিজ্ঞ আদালতে সিআর ৫০/২০ (শ্রীমঙ্গল) মামলায় গ্রেপ্তারকৃত সজ্জাত মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পেনাল কোডের ৩২৪ ধারায় ১ বছর, ৩২৩ ধারায় ৬ মাস, ৩৭৯ ধারায় ৩ মাস এবং ৩৪১ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় গ্রেপ্তারকৃত অপর আসামি তাজু মিয়াকে পেনাল কোডের ৩২৩ ধারায় ৬ মাস এবং ৩৪১ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে রবিবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply