জাগ্রত সিলেট ডেস্ক :: প্রবাসীদের স্বার্থ রক্ষা ও জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
বুধবার দুপুরে যুক্তরাজ্য পৌঁছান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে। সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসীদের স্বার্থ রক্ষা করাই আমার কাজ। প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো তা অক্ষরে অক্ষরে পালন করার। প্রবাসীরা যাতে দেশে-বিদেশে নিরাপদে থাকতে পারে সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমি কাজ করতে চাই।
এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজদুর রহমান ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শফিকুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করার অনুরোধ জানান।
Leave a Reply