মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ঢাকা মেট্রো-গ ২৬-৩৮৩৬ নম্বরের একটি চোরাই প্রাইভেটকারসহ আল আমিন মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে।
বুধবার মধ্যরাতে থানার এসআই নাজমুল হোসেন এবং সহযোগী এএসআই জহুরুল ইসলাম ও এএসআই এনামুল হক হবিগঞ্জ জেলার লাখাই থানার পশ্চিম সিংহগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে আল আমিনকে আটক করেন।
জেলা পুলিশের তরফ থেকে গণমাধ্যমকে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আল আমিনকে জিজ্ঞাসাবাদ শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার সুজাতপুর বাজারের পার্শ্ববর্তী খোয়াই নদীর পাড় থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়।
জানা যায়, গত মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহ বন্দর এলাকা থেকে সাজ্জাদুর রহমান নামের এক ব্যক্তির মালিকানাধীন প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ওই প্রাইভেটকার চুরি হয়। তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, মামলার পর থানার অফিসার ফোর্স, গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরকে আটক এবং গাড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার কোনো সহযোগী আছে কি না এই মর্মে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Leave a Reply