কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ-দয়ারবাজার সড়কের কলাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আলীম উদ্দিন (২৪) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলীম উদ্দিন উত্তর রণীখাই ইউনিয়নের কামালবস্তি গ্রামের আলাউদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে পেট্রোল নেওয়ার জন্য দয়ারবাজার থেকে ভোলাগঞ্জের দিকে যাচ্ছিলেন আলীম উদ্দিন। কলাবাড়ি মাদরাসার পার্শ্ববর্তী ব্রিজের কাছে যাওয়ামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আলীম উদ্দিন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে ট্রাক্টর ও মোটরসাইকেল তাদের হেফাজতে নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, ট্রাক্টর ও মোটরসাইকেল দুটি আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply