নিজস্ব প্রতিবেদক :: সিলেটের একটি হোটেল থেকে মাসুক মিয়া (৫২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে লালবাজারস্থ হোটেল আল আমিনের তৃতীয় তলার ২৫ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মাসুক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল ওয়াহাবের ছেলে।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানান, ওই কক্ষে থাকা একজন বর্ডার দরজা খুলছেন না দেখে হোটেল বয় আব্দুস সালাম কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করেন। কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি হোটেলের ম্যানেজারকে বিষয়টি জানান। পরে হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে ওই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply