জাগ্রত সিলেট ডেস্ক :: সম্প্রতি সারাদেশের মতো সিলেট বিভাগেও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় ও দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ায় সড়ক দুর্ঘটনা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে বুধবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশুর সভাপতিত্বে এবং সদস্য রাশেদুজ্জামান রাশেদের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন নিসচা সিলেট জেলা শাখার সদস্য সচিব অধ্যক্ষ মো. সাইফুল করিম চৌধুরী হায়াত।
মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনকে দ্রুত কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানান। বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সড়কে ডিভাইডার স্থাপন করা, আঞ্চলিক সড়ক ও মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান শনাক্ত করা ও সতর্কীকরণ বিলবোর্ড স্থাপন করা, ফিটনেসবিহীন যানবাহন মহাসড়কে চলাচল বন্ধ রাখা, মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধে হাইকোর্টের রায় বাস্তবায়ন করা, হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি করা, সঠিক পদ্ধতিতে বিআরটিকে লাইসেন্স প্রদান করা নিশ্চিত করতে হবে।
নিসচা সিলেট জেলা শাখার পক্ষ থেকে জেলা শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু ৪ দফা দাবি উপস্থান করেন। দাবিগুলো হলো- সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে ঘোষণা করা, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রধান করে বিশিষ্টজনের সমন্বয়ে জাতীয় সেল গঠন করা, সড়ক পরিবহন আইন ২০১৮ এর আলোকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পূনর্বাসনের লক্ষ্যে গঠিত ট্রাস্টের নীতিমালা অনুযায়ী ক্ষতিপূরণ তাৎক্ষণিক প্রদান করা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, ইমজার সাবেক সহ-সভাপতি ও নিসচা জেলার যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান চৌধুরী, বাউল শিল্পী বিরহী কালা মিয়া, পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, বরিশাল নাগরিক কল্যাণ পরিষদের সভাপতি আসলাম হোসেন, তপোবন যুব ফুরামের সাবেক আহ্বায়ক সৈয়দ মনসুর আলী, অগ্রণী তরুণ সংঘের উপদেষ্টা সেলিম আহমদ, স্কলার্স হোমের শিক্ষার্থী তৌফিকুর রহমান নাদিম, নিসচা মহানগর শাখার সভাপতি এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহিম তালুকদার, ছাতক উপজেলার সাধারণ সম্পাদক পংকজ দে, শ্রীমঙ্গল উপজেলার সভাপতি আমজাদ হোসেন রনি, নিসচা জেলা শাখা সদস্য আব্দুল হাসিব, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির, নাট্য অভিনেতা সোলেমান হোসেন চুন্নু, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সাজন দাশ শুভ ও খোকন মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন- নিসচা জেলা শাখার আব্দুল মালিক পুকন, আবু জাবের, লোকমান হাফিজ, শাহিন আহমদ, মাহমুদ খান, সুহেল চৌধুরী, ফয়সল চৌধুরী, আব্দুস সোবহান, আবুল কাশেম, মিয়া মো. রুস্তম, আবুল বশর শাকু, রাজিব ঘোষ, মাজেদুর রহমান, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, ফাহিম আহমদ, মোস্তফা হোসেন সম্রাট, রায়হান আহমদ, উজ্জ্বল মিয়া, শেখ মো. তাওহীদ, নিসচা মহানর শাখার কামরুল ইসলাম, লোকমান হেকিম, মাসুদুজ্জামান তফাদার মুক্তার, তোফায়েল আহমদ তুহিন, সাংবাদিক জাবের ইমরান, এম ওয়াহিদ চৌধুরী, আলমগীর আলম প্রমুখ। মানববন্ধনে নিরাপদ সড়ক নিয়ে জনসচেতনামূলক সংগীত পরিবেশন করেন বাউল আব্দুল খালিক।
Leave a Reply