মৌলভীবাজার প্রতিনিধি :: প্রচণ্ড তাপদাহ থেকে স্বস্তি পেতে পথচারী ও নাগরিকদের স্বাস্থ্যসম্মত পানি পান করালেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান। বুধবার দুপুরে শহরের ৪টি পয়েন্টে এই আয়োজনের উদ্বোধন করেন মেয়র।
মৌলভীবাজারে প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবনের স্বাস্থ্যসুরক্ষার ও হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে মৌলভীবাজার পৌরসভা এ উদ্যোগ গ্রহণ করে। এ উপলক্ষে জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসম্মত পানি ও পানীয় সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মেয়র বলেন, সারা বাংলাদেশের মতো মৌলভীবাজারে গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে প্রায় ৩৮ ডিগ্রিতে ওঠানামা করছে। প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ মানুষ। তাই মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে শহরের চারটি স্থানে বিনামূল্যে পানীয় বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।
Leave a Reply