নিজস্ব প্রতিবেদক :: তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী দশ দিনে ৫ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সুরমা গেইট বাইপাস এলাকা এবং ৬নং টুকের বাজার ইউনিয়নের কয়েকটি এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক ফলদ এবং সৌন্দর্যবর্ধক বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, একটি সবুজ সিলেট গড়া এবং সিলেটকে সর্বদা শীতল রাখার লক্ষ্যে তথা সবুজ-সুন্দর আগামীর সিলেট গড়ার লক্ষ্যে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। সিলেটের প্রতিটি উপযুক্ত স্থানে আমরা জেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ করবো।
নাজমুল আরও বলেন, বেশি বেশি গাছ লাগিয়ে আমাদের ভবিষ্যতকে জলবায়ুর বিরূপ আচরণের হাত থেকে রক্ষা করতে হবে। এজন্য আমাদের মতো তরুণদের এগিয়ে আসতে হবে। তাই সিলেট জেলা ছাত্রলীগের নেতৃত্বে বর্তমান শিক্ষার্থীরাই সিলেটকে গ্রীন সিলেটে রূপান্তরিত করবে। আর এজন্যই আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।
Leave a Reply