শান্তিগঞ্জ প্রতিনিধি :: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, কারিতাস বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংস্থাটি সবসময় মানুষের বিপদে-আপদে কাজ করে। তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। আমি সংস্থাটিকে ষাট বছর আগে থেকে চিনি। তারা বারবার মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। আমাদের এলাকায় দুর্যোগের খবর পেয়ে সংস্থাটি এগিয়ে আসায় এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আশা করি আমাদের এলাকায় তারা আরও বেশি বেশি কাজ করবেন।
তিনি বলেন, আমাদের এলাকায় কালবৈশাখী ঝড়ে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমি ঢাকায় যাচ্ছি। আরো কিছু সহায়তা আনার চেষ্টা করবো। চিন্তা করবেন না। বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার আপনাদের সাথে আছে। সবসময় সাধারণ মানুষের পাশে থাকে এ সরকার। এ সরকার কী কী করেছে তা কি আপনাদের বলতে হবে? সরকার ঘরে ঘরে টিউবওয়েল দিয়েছে, ল্যাট্রিন দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট দিয়েছে। পনেরো-বিশ বছর আগে এসবের কিছুই ছিল না। শেখ হাসিনার সরকার এ সবকিছু দিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পরিবারগুলোর মাঝে সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩১ মার্চ রাতে প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে শান্তিগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত চারশ পরিবারকে দুই ধাপে নগদ অর্থ, স্বাস্থ্য উপকরণ ও রিচার্জেবল সোলার লাইট দিয়েছে সেবামূলক বেসরকারি প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩শ মানুষকে এসব সহায়তা করেছে সংস্থাটি। এর আগে মঙ্গলবার জয়কলস ইউনিয়নের ১শ ক্ষতিগ্রস্ত মানুষকে একই সহায়তা করেছিল সংস্থাটি।
কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে প্রতি পরিবারকে নগদ ৪ হাজার ৫শ টাকা, ২০ লিটারের একটি বালতিসহ সাড়ে ৯শ টাকা মূল্যের স্বাস্থ্য উপকরণ ও ১২শ টাকা মূল্যের একটি রিচার্জেবল সোলার লাইট দেওয়া হয়েছে। পরবর্তীতে এই চারশ পরিবারের মধ্যে ১৫০টি পরিবারকে বসতঘর পুনঃনির্মাণের জন্য আরও ২০ হাজার টাকা করে প্রদান করা হবে।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বাংলাদেশের সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা। এ অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা সেক্টরের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মো. আবু তাহেরের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সহ-সভাপতি তেরাব আলী, সাধারণ সম্পাদক মো. হাসনাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আরব আলী, কারিতাস বাংলাদেশের ঊর্ধ্বতন হিসাবরক্ষণ কর্মকর্তা গৌতম মড়ং, প্রজেক্ট ইনচার্জ ডানিয়েল ধৃতু স্নাল, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক, ইউনিয়ন পরিষদের সদস্য আলী আহমদ, জফর ইসলাম, আজাদুল হক আজাদ, ফয়জুল হক, নিপেশ দেবনাথ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার, পাগলা বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মো. শাহীন মিয়া, তুয়েল আহমদ, নাছির আলী, কারিতাস বাংলাদেশের মাঠ সমন্বয়কারী কল্যান ব্রত তালুকদার, মিঠু সাংমা, সুকুমার ডি কস্তা, আমির হোসেন হৃদয়, শফিকুল ইসলাম, জামিল হোসেন প্রমুখ।
Leave a Reply