জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১লা বৈশাখ শুভ বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুুমাইয়ার সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা সদরে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা কমপ্লেক্সের বটতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো. তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদপ্রার্থী এম লিয়াকত আলী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, বীরমুক্তিযোদ্ধা শ্রী যাদবময় বিশ্বাস, আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, আদিবাসী বিশ্বজিৎ সুমের, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কুতুব উদ্দিন ও শাহিনুর রহমান ।
Leave a Reply