বিশ্বনাথ প্রতিনিধি :: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন সহযোগিতা পেয়ে যাবেন। শেখ হাসিনা কোনো ব্যক্তিকে না খাইয়ে রাখবেন না। ভিজিডি-ভিজিএফসহ দেশে হতদরিদ্র পরিবারদের যত সহযোগিতা প্রধানমন্ত্রী করছেন, অন্য কোনো রাষ্ট্রপ্রধান কোনোদিনও তা করেননি। তাই আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদের অনেক ভালোবাসেন।
রবিবার সকালে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ও লামাকাজী ইউনিয়ন পরিষদে প্রায় দুই হাজার দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৃথক দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজাঞ্চি ইউনিয়নের চেয়ারম্যান আরশ আলী গণি ও লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম ফিরোজ আলী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আরবিন্দু পাল, প্যানেল চেয়ারম্যান এনামুল হক, লামাকাজী ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরসল আহমদ ও শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম।
Leave a Reply