জাগ্রত সিলেট ডেস্ক :: ঈদের আগে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণে এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের দামে সর্বোচ্চ।
শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভায় স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। রোববার থেকে দাম কার্যকর হবে বলে জানায় বাজুস। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরির দাম এক লাখ ১০ হাজার ৫৭৫ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯৪ হাজার ৭৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, গত ২১ মার্চ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেসময় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে এক লাখ আট হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ৩১২ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৭৯৯ টাকা।
Leave a Reply