হবিগঞ্জ প্রতিনিধি :: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের দুই উপজেলায় চলছে জমজমাট প্রচার। এরই মধ্যে নির্বাচনের প্রথম ধাপের তপশিল ঘোষণা করা হয়েছে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার মধ্যে প্রথম ধাপে অনুষ্ঠিত হবে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন।
তফসিল অনুসারে প্রথম ধাপের ভোটগ্রহণ হবে চলতি বছরের ৮ মে। সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল।
নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই জমে উঠেছে আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচন। দুটি উপজেলায় দুই ডজন প্রার্থী প্রচারণায় রয়েছেন। ব্যস্ত সময় পার করছেন দুটি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা। নির্বাচনকে সামনে রেখে রমজানেও থেমে নেই প্রার্থীদের প্রচার। যোগ দিচ্ছেন সভা-সমাবেশ ও ইফতার মাহফিলে। সারাদিন ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, করছেন উঠান বৈঠক। অনেক প্রার্থী আবার ডিজিটাল প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন প্রচারের অন্যতম মাধ্যম হিসেবে।
বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে এবার সাতজন প্রার্থী মাঠে প্রচার চালালেও আলোচনায় রয়েছেন তিন হেভিওয়েট প্রার্থী। তারা হলেন– উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। এ ছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক প্রচার চালাচ্ছেন স্থানীয় কৃষক দেওয়ান শোয়েব রাজা। এই উপজেলায় আরও একাধিক প্রার্থী নির্বাচনে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন। বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭১০ জন।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রয়েছেন ১০ জন প্রার্থী। যদিও আলোচনায় রয়েছেন ছয় প্রার্থী। ভোটাররা তাদের নিয়েই করছেন নানা বিশ্লেষণ। জয়-পরাজয় দেখা দিতে পারে তাদের মধ্যেই। আলোচনায় থাকা ছয় প্রার্থী হলেন– হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান আকবর হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলা উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪ নম্বর কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূঁইয়া এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদুর রশীদ ঝলক।
জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান জানান, জেলার ৯টি উপজেলার মধ্যে প্রথম ধাপে বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু হয়েছে।
Leave a Reply