কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে দীর্ঘদিনের ব্যবহৃত একটি রাস্তা কেটে তৈরি করা হয়েছে পুকুর। এতে বিপাকে পড়েছেন কৃষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা। এ বিষয়ে প্রশাসনিক অভিযোগের পরও এখন পর্যন্ত সুরাহা মেলেনি।
ভুকশিমইল গ্রামের রাস্তাটি কেটে ফেলায় জমিতে আবাদের কাজ নিয়ে সমস্যায় পড়েছেন স্থানীয় কৃষকরা। চলাচলে সমস্যা হচ্ছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের। এদিকে রাস্তা কাটার বিষয়টি অবগত করে সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে এলাকাবাসীর পক্ষে লিখিত আবেদন করেছেন সাইস্তা মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার নবাবগঞ্জ মৌজার ভুকশিমইল গ্রামের সাইস্তা মিয়ার বাড়ির পূর্ব পাশে উত্তর-দক্ষিণমুখী একটি রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে চলাচল করতো অর্ধশত পরিবারের লোকজন। ২০১৯-২০২০ অর্থবছরে রাস্তাটি ইট সলিং করা হয়। পরবর্তীতে নানা বিষয়ে দ্বন্দ্বের জেরে অভিযুক্ত আলাউদ্দিন ও তার ভাইসহ স্বজনরা স্থানীয়দের চলাচলে বাধা সৃষ্টি করে। যার পরিপ্রেক্ষিতে রাস্তাটি দখলে নিয়ে পুকুর কাটা হয়।
আবেদনে সাইস্তা মিয়া উল্লেখ করেন, একই এলাকার বাসিন্দা আলাউদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুল হান্নান, চিনু মিয়া, বদর মিয়া, আব্দুর রউফ, আব্দুল আজিজ, বাবলু মিয়া, হাসান মিয়া ও জুবেল মিয়া রাস্তাটি কেটে পুকুর তৈরি করেন। স্থানীয় শিক্ষার্থীরা এই রাস্তা ব্যবহার করে কম সময়ে মানুষ ভুকশিমইল চক জামে মসজিদ, কিন্ডারগার্টেন, ভুকশিমইল কওমি ও আলিম মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাতায়াত করতেন। তবে রাস্তাটি কাটায় বিপাকে পড়েছেন তারা। এ নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
অভিযুক্ত আলাউদ্দিন ও তাঁর ভাই আমির উদ্দিন জানান, রাস্তাটি তাদের পারিবারিক সম্পত্তির আওতায়। রাস্তাটি নিয়ে ৭ বছর আগে স্থানীয়ভাবে সালিশ হয়ে সিদ্ধান্ত হয়েছিল প্রতিপক্ষরা এই রাস্তাটি পাবে না। তাই নিজেদের জায়গায় পুকুর কেটেছেন। রাস্তা দখলের অভিযোগ সত্য নয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, স্থানীয় মসজিদের কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয়ভাবে সমস্যা সমাধানে একাধিকবার চেষ্টা করেও লাভ হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান মামুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী কমিশনারক (ভূমি) মেহেদী হাসানকে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।
এ বিষয়ে জানার জন্য সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি।
এদিকে স্থানীয়রা বলছেন, লিখিত অভিযোগ দায়েরের পর এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সমস্যা দ্রুত নিরসনে পদক্ষেপের আহ্বান জানান তারা।
Leave a Reply