সুনামগঞ্জ প্রতিনিধি :: জাতীয় নির্বাচনে বিদেশিদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।
রবিবার দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে তিনি একথা বলেন।
ইসি আনিছুর বলেন, নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসছে। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশাল একটা লিস্ট দিয়েছে। সেগুলো স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যাচাই-বাছাই করছে। সেই সঙ্গে বিদেশি পর্যবেক্ষকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, আমাদের কাজ সম্পর্কে বিদেশিরা জেনেছে। কিন্তু তারা কোনো রিঅ্যাকশন দেখায়নি। আমরা নিজস্ব চাপে আছি।
তিনি আরও বলেন, নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। নির্বাচনী ট্রেন বহুদূর চলে গেছে। এটি আর ফেরানো সম্ভব নয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীরসহ সংশ্লিষ্টরা।
Leave a Reply