শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আধুনিক যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে কৃষকের জমির ধান কাটা শুরু করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি পূর্ণবাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে খরিপ-২, ২০২৩-২৪ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে রোপা আমন ধানের সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলার কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন। এছাড়া অনুষ্ঠানে কালাপুর ইউনিয়নের নারী-পুরুষ ইউপি সদস্যসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন
Leave a Reply